Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

:উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর কর্তৃক প্রদেয় সেবা সমূহ:---

 

ক্রঃ নং

সেবার ধরণ

সেবা দানের পদ্ধতি

১.

হাসকিং/অটো/অটো আতপ/মেজর রাইস

মিলের লাইসেন্স প্রদান

মিলার সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর হতে নির্ধারিত ফরমে আনুষংগিক প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে আবেদন দাখিল করবেন।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাগজপত্রসমূহ যাচাই বাছাই করে জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে প্রেরণ করবেন।

 

মিলটি সরেজমিনে তদন্তের জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে পত্র ইস্যু করবেন।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিলটি সরেজমিনে তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে প্রেরণ করবেন।

 

জেলা খাদ্য নিয়ন্ত্রক নির্ধারিত লাইসেন্স ফি (হাসকিং মিলের ক্ষেত্রে ১০০০/-, অটো মিলের ক্ষেত্রে ২০০০/-, অটো আতপ মিলের ক্ষেত্রে ২০০০/- ও মেজর মিলের ক্ষেত্রে ২০০০/- টাকা) ট্রেজারী চালানমুলেজমা প্রদানের আদেশ প্রদান করবেন।

 

মিলার উক্ত চালানফি ট্রেজারী চালান মুলে জমা প্রদান করে চালানের মুলকপি জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে দাখিল করলেজেলা খাদ্য নিয়ন্ত্রক মিল লাইসেন্স ইস্যু করবেন।